ইতি মধ্যে শেষ হয়ে গেছে তিন সিটি করপোরেশনর ভোট গ্রহন। এখন চলছে গননা। তিন সিটির বরিশাল এবং রাজশাহীতে ইতি মধ্যে আওয়ামী লীগ এগিয়ে থাকলেও সিলেটের চিত্র অনেকটাই ভিন্ন। যেন হাড্ডা হাড্ডি লড়াই। কিন্তু তারপরও এখনও রয়েছে সংসয়।
ভোট শেষে ফলাফল প্রত্যাখ্যান করার পর বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর জয় নিশ্চিত হয়েছিলেন। ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টিতে তিনি প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বদর উদ্দিন আহমেদ কামরানের চেয়ে চার হাজার ৬২৬ ভোটে এগিয়ে আছেন।
তবে গোলযোগের জন্য স্থগিত দুই কেন্দ্রে ভোটের সংখ্যায় এই ব্যবধান ঘুঁচা সহজ হবে না।
কেননা, এর মধ্যে গাজী বোরহানুদ্দীন মাদ্রাসা কেন্দ্রে ২২২১ ভোট ও হবিনন্দি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৫৬৬ ভোট রয়েছে। এ দুই কেন্দ্রের মোট ভোট হয় ৪৭৮৭। আর কামরানের থেকে আরিফুলের ভোটের ব্যবধান রয়েছে ৪৬২৬।
অর্থাৎ এই দুই কেন্দ্রের প্রায় শতভাগ ভোট পেলেই কেবল কামরান জিততে পারবেন, যেটিকে প্রায় অসম্ভবই বলা যায়। ফলে আরিফুলের জয় নিশ্চিতই বলা যায়।
এদিকে মেয়র আরিফুল হক সিলেটবাসীকে বিজয় উৎসর্গ করেছেন। বলেছেন, এ বিজয় সিলেটের জনগণের। তিনি নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, এই নির্বাচনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা ভুলে গিয়ে সম্প্রীতির বন্ধন গড়ে তুলতে।