বনী ইসরাইল এর দুই ব্যক্তি জাল নিয়া মাছ ধরতে গেল। এক ব্যক্তি মোমিন আর অন্য ব্যক্তি মুশরিক। মোমিন ব্যক্তি বিসমিল্লাহ বলে নদীতে জাল মারল কিছুই পেল না। মুশরিক ব্যক্তি নদীতে জাল মারল, জাল ভরে মাছ উঠল।
আবার মোমিন ব্যক্তি নদীতে জাল মারল,একটা ছোট মাছ উঠলো, খারোইতে রাখল লাফা লাফি করতে করতে আবার নদীতে পরে গেল।মুশরিক ব্যক্তি আবার জাল মারল অনেক মাছ পেল তার খারোই মাছে ভরে গেল।মোমিন ব্যক্তি বিসমিল্লাহ বলে আবার জাল মারল এবার ও কিছুই পেল না।
বিকাল হয়ে গেল দুই জনে বাড়ি চলে যাচ্ছে।কিন্তু ফেরেস্তা বেচারা সহ্য করতে পারল না। সে আল্লাহ কাছে জানতে চাইল?হে আল্লাহ, ব্যাপারটা বুঝলামনা। বেচারা কাফের মুশরিক সে কত গুলো মাছ পেল। আর মোমিন লোকটা একটা মাছ ও পেল না। যাও একটা পেল তাও চলে গে্ল!!!!
আল্লাহ ফেরেস্তাকে বলল যাও ঐ ঘরটার দরজা খোল। এটা মুশরিকের ঘর। ফেরেস্তা দরজা খুলল,দেখল ঘরের ভিতর সাপ বিচ্ছু কাটা নানাবিদ খারাব জিনিস।
এবার আল্লাহ বলল যাও ঐ ঘরের দরজাটা খুল। এটা মোমিন ব্যক্তির ঘর।দরজা খুলে দেখল যে এ ঘরে নাজ নেয়ামোতের অভাব নাই। সাজানো গোছানো জান্নাতের বালাখানা।
আল্লাহ বলল হে ফেরেস্তা আমি মোমিনের জন্য দুনিয়াতে পরীক্ষা করি।সে কি করে, সে কার উপর ভরশা করে ইত্যাদি। মোমিনের জন্য কি যে রেখেছি তা যদি তারা দেখতো তাহলে তাদের দীল ফেটে যাবে।কাফের জন্য যা সামান্য দুনিয়াতেই আখেরাতে কিছুই নাই।