বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ৯ দফা দাবিতে আন্দোলরত শিক্ষার্থীদের সঙ্গে র্যাব-পুলিশের সংঘর্ষ হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে। আজ মঙ্গলবার দুপুরে উত্তরায় এই ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যানবাহন ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।
সকাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করতে থাকে। উত্তরায়ও শিক্ষার্থীরা জড়ো হয়ে আন্দোলন করছিলো। এক পর্যায়ে র্যাব ও পুলিশ শিক্ষার্থীদের রাস্তা থেকে সরাতে লাঠিচার্জ শুরু করলে সংঘর্ষ বেঁধে যায়। এসময় শিক্ষার্থীরা দুইটি বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
উল্লেখ্য, গত রোববার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এরপর থেকে ঘাতক বাসচালকের শাস্তিসহ ৯ দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।