সিলেটে সুষ্ঠু নির্বাচন হচ্ছে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সিলেট সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে বলেছেন, সিলেটে নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে হচ্ছে। এভাবেই চলতে থাকুক সারাদিন। এ সময় তিনি আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পাশাপাশি বিএনপি প্রার্থী আরিফুল হকেরও প্রশংসা করেন।

আজ সোমবার বেলা ১০টা ৫৫ মিনিটে নগরের দূর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এখানে কামরান-আরিফ দুজনেই নগরের উন্নয়ন করেছে, দু’জনেই ভালো প্রার্থী। তবে আমি নৌকা মার্কায়ই (কামরানের প্রতীক) ভোট দিয়েছি।

এর আগে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে সকাল ১০টায় সিলেট গিয়েছেন অর্থমন্ত্রী। এ সময় তার সঙ্গে পরিবারের সদস্যরা ছিলেন। সিলেট পৌঁছার পর নগরের বন্দরবাজারের দুর্গাকুমার পাঠশালা ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।