মৃত্যুর দুবছর পর বদলির আদেশ!

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমানের মৃত্যু হয় দুবছর আগে। অথচ গতকাল একই জেলার কালীগঞ্জ উপজেলার শিক্ষা কর্মকর্তা হিসেবে বদলিপূর্বক পদায়ন দিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এমন ঘটনায় তুলকালাম চলছে আবদুল গনি রোডের শিক্ষা ভবনে। বিব্রত হয়েছেন মাউশির মহাপরিচালকও।

জানা গেছে, মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মুহাম্মদ জাকির হোসেনের স্বাক্ষর করা এক বদলি আদেশে (স্মারক ৩৪৮৪০/১৪) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ১৩ কর্মকর্তার বদলিভিত্তিক পদায়ন করা হয়। এর মধ্যে ছিলেন দুবছর আগে মৃত্যু হওয়া আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমানও। বিষয়টি নজরে এলে পরে তা সংশোধন করে আদেশ জারি করা হয়।