এমপি সুজার মরদেহে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজার নামাজে জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে।

আজ রবিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মরহুমের জানাজার প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় মরহুমের পরিবারের সদস্যদের শান্তনা দেন ও সমবেদনা জানিয়ে তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন আওয়ামী লীগ সভাপতি।

এ জানাজায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, চিফ হুইপ আ স ম ফিরোজসহ দলীয় নেতাকর্মী ও অসংখ্য গুণগ্রাহী শরিক হন।

উল্লেখ্য, চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।