গুগল ডকসে এআই গ্রামার চেকিং টুল

যুক্তরাষ্ট্রভিত্তিক সার্চইঞ্জিন প্রতিষ্ঠান গুগল। প্রতিষ্ঠানটির গুগল ডকসে যোগ করা হচ্ছে এআই (আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স) সমৃদ্ধ গ্রামার চেকিং টুল। টাইপিংয়ের সময় ব্যবহারকারীরা ভুল করলে তা মেশিন লার্নিং সিস্টেমের মাধ্যমে ধরা পরবে।

গুগল জানিয়েছে, এআইয়ের মাধ্যমে অনেক ধরণের ভুলই শনাক্ত করা সম্ভব হবে। ভুলগুলো শুধরাতে সাজেশনও দেওয়া হবে। যেমন সাধারণ কিছু গ্রামারের নিয়ম ঠিক করার পাশাপাশি বাক্যের কোথায় কিভাবে আর্টিকেল ব্যবহার করতে হবে তার পরামর্শও দেবে এআই। সময়ের সঙ্গে সঙ্গে ফিচারটি আরও বেশি ভুল ধরতে সক্ষম হবে।

এ বিষয়ে গুগলের জি স্যুটের ভাইস প্রেসিডেন্ট বলেছেন, ভাষা অনুবাদের জন্য যেমন প্রথমে ফ্রেঞ্চ লিখে তারপরে ইংলিশে ট্রান্সলেট করতে হয় ঠিক তেমনি ভুল ইংলিশকে আমরা নির্ভুল ইংলিশে পরিণত করবো।নতুন ফিচারটি বুধবার থেকেই জি স্যুট ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে শুরু করেছে। তবে ফিচারটি শুধু মাত্র তারাই ব্যবহার করতে পারবেন যারা গুগলের আর্লি অ্যাডাপ্টার প্রোগ্রামে সাইন আপ করেছিলেন।