পুরো বিশ্বজুড়ে যাকে এক নামে চেনে। বলতে গেলে পুরো দুনিয়াকে এক সাথে করে যুগান্তকারী এক পরিবর্তন যিনি করেচেন তিনি হলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ছোট্ট সুখের সংসার। স্ত্রী প্রিসিলা চ্যান আর দুই মেয়ে ম্যাক্সিমা ও আগস্টকে নিয়ে থাকেন জাকারবার্গ। মার্ক জাকারবার্গ ও তার পরিবারের নিরাপত্তা আরও কঠোর করতে বাড়ানো হলো ব্রয়।
ফেসবুকের পক্ষ থেকে জাকারবার্গের পরিবারের নিরাপত্তায় বছরে এক কোটি ডলার বা ৮২ কোটি টাকার মতো রাখা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ফাইলে ফেসবুক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। গত বছর জাকারবার্গের নিরাপত্তায় ৬০ কোটি টাকার মতো খরচ বরাদ্দ ছিল।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, বৃহস্পতিবার এই ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয় ফেসবুকের পক্ষে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ফাইলিংয়ে। জাকারবার্গ ও তার পরিবারের বিরুদ্ধে বেশ কিছু হুমকি রয়েছে। তারই পরিপ্রেক্ষিতেই বাড়ানো হলো এই নিরাপত্তা।
বর্তমানে মার্ক জাকারবার্গের নিরাপত্তার জন্যে রয়েছেন ১৬ জন দেহরক্ষীর একটি দল। এরা প্রত্যেকেই রোটেশনে দায়িত্ব পালন করেন জাকারবার্গের প্যালো অল্টো বাড়ির। অন্যান্য সংস্থার সিইও-দের তুলনায় মার্ক জাকারবার্গের নিরাপত্তার খরচ কয়েকগুন বেশি।
২০১৬ সালে অ্যামাজনের সিইও জেফ বেজস-এর নিরাপত্তার জন্যে খরচ হয়েছিল এক দশমিক ছয় মিলিয়ন মার্কিন ডলার, অ্যাপেল সংস্থার টিম কুকের জন্যে বরাদ্দ হয়েছিল দুই দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার। ওয়ারেন বাফের নিরাপত্তার খরচও জুকেরবার্গের তুলনায় সামান্যই বরা চলে, মাত্র তিন দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে প্রতিবছর জাকারবার্গের জন্য নিরাপত্তা খরচ বাড়ানো হচ্ছে। ২০১৫ সালে বার্ষিক প্রায় ৩৫ কোটি টাকা নিরাপত্তা খরচ দেওয়া হয়েছিল।
ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গের জন্য নিরাপত্তা প্যাকেজ দেয় ফেসবুক কর্তৃপক্ষ। গত বছর নিরাপত্তা বাবদ ২২ কোটি টাকা পান তিনি।