আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের মনোনয়ন তালিকা দ্রুতই ঘোষণা করা হচ্ছে। এবার কার হাতে উঠছে ফিফার ‘দ্য বেস্ট’ ফুটবলারের পুরস্কার, তা নিয়ে সবারই কমবেশি আগ্রহ রয়েছে। তবে এবার বর্ষসেরা ফুটবলার নির্বাচনে আপনিও অংশ নিতে পারবেন। মানে, তা নির্বাচনের দায়িত্ব সবার।
ফিফা জানিয়েছে, বর্ষসেরা ফুটবলার এবং কোচের জন্য মনোনীতদের একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়া হবে ফিফার ওয়েবসাইটে। এ ছাড়া ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে নজর রাখতে বলা হয়েছে, যেখানে সব তথ্য পাওয়া যাবে।
২০১৭ সালের ৩ জুলাই থেকে ২০১৮ সালের ১৫ জুলাই পর্যন্ত সময়টার পারফরম্যান্সের ভিত্তিতে সেরা পুরুষ ফুটবলার নির্বাচন করা হবে এবং ২০১৭ সালের ৭ আগস্ট থেকে ২০১৮ সালের ২৪ মে পর্যন্ত সেরা নারী ফুটবলারের পারফরম্যান্স বিবেচনা করা হবে।
জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউস ও ব্রাজিলীয় সাবেক তারকা রোনালদোরা ফুটবলার মনোনয়ন করবেন। এর মধ্য থেকে সেরা ফুটবলারকে নির্বাচনের দায়িত্ব দর্শকদের। আজ সন্ধ্যার পর থেকে ১০ আগস্টে ভোট দেওয়ার সুযোগ পাবেন দর্শকরা। এই সুযোগ সবার জন্য। আর আগামী ২৪ সেপ্টেম্বর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এবারের ফিফার ‘দ্য বেস্ট’ ফুটবলারের নাম ঘোষণা করা হবে।
এবারের তালিকায় বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো, আর্জেন্টিনার লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও ক্রোয়েশিয়ার লুকা মড্রিচ আছেন এই তালিকায়।