থাইল্যান্ডে সুইমিংপুলে নেমে বাংলাদেশি ব্যাংক কর্মকর্তা নিহত

বুধবার (২৫জুলাই) দুপুরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা মো. রাশেদুল বাশার (৩৪) থাইল্যান্ডের সুমিংপুলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন।

রাশেদুল বাশার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি মা-বাবা, স্ত্রী, আত্মীয়স্বজনসহ বহু শুভাকাঙ্ক্ষী রেখে যান।

তিনি মে মাসে বাংলাদেশ ব্যাংকের স্কলারশিপ নিয়ে থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি এআইটিতে এক বছরের ট্রেনিংয়ে গিয়েছিলেন। রাশেদুলের বাড়ি চাঁদপুর জেলা সদরের লালদিয়া গ্রামে। তার বাবা অ্যাডভোকেট আবুল বাশার তালুকদার একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা।

বৃহস্পতিবার বিকালে মরহুমের পরিবারের বর্তমান ঠিকানা চট্টগ্রামের চাঁদপুরে লাশ পৌঁছানোর কথা রয়েছে।