নেত্রকোনায় হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

নেত্রকোনায় পূর্ব শত্রুতার জের ধরে নেত্রকোনা সদরের মৌগাতি গ্রামে মো. হোসেন নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় আব্দুল আজিজকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় এ রায় দেন জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা।

আসামিকে একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। একই মামলায় অপর দুইজনকে খালাস প্রদান করা হয়।

আদালতের পিপি সাইফুল আলম প্রদীপ জানান, পুর্বশত্রুতার জের ধরে গত ২০১১ সালের ১২ আগস্ট আসামিরা হোসেনকে কুপিয়ে হত্যা করে। ওইদিনই নিহতের ছেলে মতি মিয়া বাদী হয়ে ৩ জনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ২ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করে। ৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে আজ এই রায় প্রদান করা হয়। এছাড়া দুজনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করা হয়।