আকিকার সময় উপহার- আকিকা বা আকিকাহ একটি ইসলামি অণুষ্ঠান। শিশুর জন্ম উপলক্ষে আকিকার আয়োজন করা হয়। শিশুর জন্মের সপ্তম দিন আকিকা করানো রীতি। তবে এ দিন সম্ভব না হলে চৌদ্দতম দিন বা একুশতম দিন বা সুবিধাজনকভাবে অন্যান্য যেকোনো সময় করা যায়। শরিয়ার বাধ্যকতার নিয়ম অনুযায়ী আকিকা সুন্নত।
আকিকার দিন পশু কুরবানি করা হয়। হাদিস অণুযায়ী ছেলে সন্তানের জন্য দুটি ছাগল ও মেয়ে সন্তানের জন্য একটি ছাগল কুরবানি করা নিয়ম। আকিকার আরেকটি প্রথা হল শিশুর মাথা কামানো। চুলের ওজনের সমপরিমাণ রূপা দরিদ্রদের মধ্যে সদকা করার নিয়ম রয়েছে।
প্রশ্ন : আকিকার সময় অনেকে খুশি হয়ে অনেক কিছু দেয়, সেটি কি জায়েজ?
উত্তর : আকিকার বিধান হচ্ছে, রাসুল (সা.) হাদিসের মধ্যে বলেছেন, ‘জন্মের সপ্তম তারিখে, সপ্তম দিনে আকিকা করবেন’। এটিই হচ্ছে সুন্নাহ।
আকিকার সময় যদি আপনি লোকজনদের দাওয়াত দেন এবং লোকেরা যদি আসে, খাওয়া দাওয়া করে এবং ছোট শিশুকে যদি উপহার দেয়, এটি নাজায়েজ হওয়ার কোনো কারণই নেই। বরং এটি খুব সুন্দর একটি কাজ।
ইসলামে উপহার দেওয়ার প্রচলনও রয়েছে। এটি সৌহার্দ্য, ভালোবাসা, আন্তরিকতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। এটি আমাদের সংস্কৃতির একটি অঙ্গ হতে পারে।