ইন্টারনেটে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে এখন ‘ইডিয়ট’ (নির্বোধ) শব্দটি লিখে কোনো ছবি অনুসন্ধান (সার্চ) করলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ভেসে উঠছে। ট্রাম্পকে যাঁরা নানা কারণে অপছন্দ করেন, সেই বিক্ষোভকারী, কর্মী আর ইন্টারনেট ব্যবহারকারীরা গুগলের গাণিতিক (অ্যালগরিদম) অনুসন্ধান প্রক্রিয়াকে এমনভাবে প্রভাবিত করছেন, যাতে ‘ইডিয়ট’ লিখে কেউ কোনো ছবি খুঁজলেই ব্যঙ্গ হিসেবে ট্রাম্পের ছবি চলে আসছে সবার আগে।
এ ঘটনার সূত্রপাত সম্প্রতি যুক্তরাজ্যে ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণকে কেন্দ্র করে। সে দেশে ট্রাম্পের ভ্রমণের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হিসেবে বিক্ষোভকারীরা বিখ্যাত মার্কিন ব্যান্ড দল ‘গ্রিন ডে’র জনপ্রিয় গান ‘আমেরিকান ইডিয়ট’ গেয়ে মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ-বিদ্রুপ করেন। ‘ইডিয়ট’ শব্দটা তখনই নতুন করে নজর কাড়ে, আর তার থেকেই গুগলে ইডিয়ট অনুসন্ধান করলে ট্রাম্পের ছবি ভেসে ওঠার আইডিয়াটা আসে বলে মার্কিন সংবাদমাধ্যম টাইম জানায়।
এ প্রক্রিয়াকে আরো কার্যকর করতে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয়ের রেটিং সংশ্লিষ্ট ক্রিয়াকলাপের সঙ্গে জড়িত যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট ‘রেডিট’-এর মাধ্যমে অনেক ইন্টারনেট ব্যবহারকারী ‘ইডিয়ট’ শব্দের বিপরীতে ট্রাম্পের ছবি সামনে আনার জন্য কাজ করছেন বলে জানা যায়।
গতকাল বুধবার রাতে গুগলে ‘ইডিয়ট’ লিখে ছবি খুঁজলে দেখা গেছে প্রথম ১০টি ছবির মধ্যে নয়টিই ডোনাল্ড ট্রাম্পের।
গুগলের অনুসন্ধান প্রক্রিয়াকে প্রভাবিত করার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০০৪ সালে ‘জিউ’ (ইহুদি) শব্দটি লিখে অনুসন্ধান করলে বড়শির মতো নাকওলা মানুষের ব্যঙ্গচিত্র আসত। ২০০৯ সালে সাবেক মার্কিন ফার্স্ট লেডি ‘মিশেল ওবামা’ লিখে অনুসন্ধান করলে আসত তাঁর চেহারার আদলে উল্লুকের ছবি।
এ ছাড়া ২০১৬ সালে মার্কিন নির্বাচনের আগে ‘রেপিস্ট’ (ধর্ষক) লিখে অনুসন্ধান করলে প্রথম ১০টির মধ্যে অন্তত পাঁচটি ছবি আসত বিল ক্লিনটনের।