জীবন রক্ষার তথ্য দিলেন নায়ক ওমর সানী। তিনি তার ফেসবুকে লিখেছেন ‘ভালসারটান ওষুধ হৃদরোগের খেয়ে থাকেন কিন্তু ক্যান্সারের মত জটিল সমস্যা তৈরী হয়। এতো দিন এটি গোপন ছিলো, পৃথিবীর অনেক দেশ এটা নিষিদ্ধ করেছে, আমরা খেয়ে যাচ্ছি, ভালসারটন মূল ঔষধের নাম আমাদের দেশে বিভিন্ন উৎপাদনকারী ঔষধ কোম্পানী বিভিন্ন নামে ঔষধটি বাজারজাত করে থাকে।
যেমন : নোভারটিসের এ ওষুধের নাম ডায়োভান, কো-ডায়োভান, এক্সফোর্জ, এনট্রেসটো। ইনসেপ্টার ভালসারটিল, ভালসারটিল প্লাস, অ্যামলোসারটান, হেলথ কেয়ারের ডায়োসিস, কো ডায়োসিস, ডায়োসিস প্লাস, এরিস্টোফার্মার অ্যারোভান, ড্রাগ ইন্টারন্যাশনালের কার্ডিভাল-এভি, পপুলারের অ্যামলোভান-ভিএস, স্কয়ারের ক্যামোভাল, রেনেটার ভালজাইড, ওরিয়নের ভালসেট এবং জেনারেল ফার্মার আরনিজেন।
কথা হলো এই ট্রায়াল ঔষধ এতোদিন ধরে হৃদরোগীরা খেয়ে কতজন যে জীবন দিয়েছেন তার কোন হিসাব নাই। কিন্তু আমরা কেন সচেতন হই না। এখনও আমাদের দেশে এই ঔষধ নিষিদ্ধ হয়নি ।