এই ঘটনাটি ঘটে মাদারীপুরের শিবচরের মাদবরচর এলাকায়। নাজমুল হুদা চৌধুরী মিঠু নামের এক ব্যক্তির দুই বছর আগে দাফন করেছিল । পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পের রেল লাইনের সীমানায় পড়ার কারণে আবার লাশটি উত্তোলন করেছেন পরিবারের লোকজন ।পরিবারের লোকজন লাশটি উত্তোলন করে দেখতে পায় নাজমুল হুদা চৌধুরী মিঠুর লাশটি অক্ষত আছে।
মঙ্গলবার বিকেলে তার লাশ উত্তোলন করা হয়। পরে দ্বিতীয় বার জানাজার নামাজ শেষে বাড়ির পাশে লাশটিকে দাফন করা হয়।পারিবারিক সূত্রে জানা যায়, পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পের রেল লাইনের সীমানায় পড়ার কারণে নাজমুল হুদা চৌধুরী মিঠুর কবরটি অন্যত্র সরানো জন্য কবরটি খোঁড়া হয়। খোঁড়ার পর দেখা যায়, কবরে দাফনকৃত লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে।
এমনটি লাশে কোনো পচন ধরেনি। দাফনের সময় কাফনের কাপড়টি যেরকম ধবধবে ছিল ঠিক সেরকমই ধবধবে রয়েছে।এ ঘটনা শুনে এলাকার সাধারণ মানুষ লাশটি দেখতে আসেন। পরে লাশটি উত্তোলন করে নতুন করে জানাজা নামাজ পড়ানো হয় এবং বাড়ির পাশে দাফন করা হয়। মৃত নাজমুল হুদা চৌধুরী মিঠু শিবচর উপজেলা বিএনপির সভাপতি পদে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতবরণ করেছিলেন।
নাজমুল হুদা চৌধুরী মিঠুর আত্মীয় মোশাররফ মুন্সী বলেন, মিঠু চৌধুরীর কবরের উপর দিয়ে রেলসেতু পড়ায় আমরা কবরটি অন্যত্র সরাতে খুঁড়ছিলাম। খোঁড়ার পর দেখি লাশটি সম্পূর্ণ অক্ষত। আমাদের বিশ্বাস হচ্ছে না; কীভাবে দুই বছর পর্যন্ত একটি লাশ অক্ষত অবস্থায় থাকে।এ বিষয়ে জানতে মৃত মিঠু চৌধুরীর স্ত্রী নাদিরা চৌধুরীকে ফোন দিলে তার ফোন বন্ধ থাকায় মতামত জানা সম্ভব হয়নি।