ছয়জন বখাটে মিলে ১৬ বছর বয়সী এক তরুণী মেয়েকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। ইতোমধ্যে নেট দুনিয়ায় এ ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেছে। এর পরই ঘটনাটির তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের ঝাঁসিতে এই ঘটনা ঘটেছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সূত্রে জানা যায়, মেয়েটির মা কৃষি কাজ করেন।
জানা গেছে, এই সেই ঝাঁসি যেখানে এক সময় ব্রিটিশদের ভারত থেকে বিতারিত করতে সর্বাত্মক আন্দোলন শুরু করেছিলেন এক নারী। সেই ঝাঁসি রানির বীরত্ব, দেশপ্রেম আজও অনুসরণ করার মতো। কিন্তু, ঝাঁসির সেই মাটিই ন্যাক্কারজনক এ ঘটনায় আজ কলাঙ্কিত।
নেট জগতে ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, একদল যুবকের হাতে লাঞ্ছিত হচ্ছে এক নাবালিকা কিশোরী। সোমবার (২৩ জুলাই) বিকেল থেকে ভিডিও ভাইরাল হওয়ার পরই তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে গত ১২ জুলাই ঘটনাটি ঘটেছে।
তদন্তে উঠে এসেছে ওই নাবালিকার মা কৃষি কাজ করার সুবাদে তার মাকে খাবার পৌঁছে দিতেই বাড়ি থেকে বের হয় সে। রাস্তায় দেখা হয় এক বন্ধুর সঙ্গে। বেশ কিছুটা রাস্তা দু’জনে একসঙ্গে যায়। এরপর থেকেই শুরু হচ্ছে ভিডিও। তাতে দেখা যাচ্ছে কয়েকজন যুবক নাবালিকার পথ আটকে ধরে। এর পর হাত ধরে তাকে টেনে নিয়ে যাওয়ায় চেষ্টাও করে তারা। এ সময় নাবালিকা চিৎকার-চেচামেচি ও ধাক্কাধাক্কি করছে। রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করছে।
কিন্তু, সে কথায় কানই দিচ্ছে না বখাটে যুবকরা। ভিডিও-র আরেকটি অংশে দেখা যাচ্ছে, একটি মাঠে নাবালিকা বসে আছে। তাকে ঘিরে আছে বেশ কয়েকজন। ভিডিওটিতে শোনা যাচ্ছে, তারা নানা রকম অশালীন কথাও বলছে ওই নাবালিকাকে।
পুলিশের ধারণা ওই এলাকারই কেউ এই ভিডিওটি ধারণ করেছে। তবে তা থেকে এটা বোঝা যাচ্ছে না যে এরপরে ওই নাবালিকার সঙ্গে কী করা হয়েছে? পুলিশ সেই ভিডিওর সাহায্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে, দ্রুত ওই নাবালিকার শারীরিক পরীক্ষা হবে।
ঝাঁসির এক পুলিশ কর্মকর্তা জানান, ভিডিও দেখে তিনজনকে চিহ্নিত করা হয়েছে। বাকিদেরও পরিচয় জানার চেষ্টা চলছে।