৯৬০ কর্মী নিয়োগ দেবে সমাজসেবা অধিদফতর

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সমাজসেবা অধিদফতর। বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদে সর্বমোট ৯৬০ জনকে নিয়োগ দেয়া হবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। ইতোমধ্যে শুরু হয়েছে আবেদনের কার্যক্রম, চলবে আগামী ২৯ জুলাই, ২০১৮ পর্যন্ত। বিস্তারিত লিখেছেন মাহবুব শরীফ

আবেদনের পদসমূহ

সম্প্রতির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সমাজসেবা অধিদপ্তরে বিভিন্ন পদে সর্বমোট ৯৬০জন নিয়োগ দেয়া হবে। হাউস প্যারেন্ট কাম টিচার পদে নিয়োগ দেয়া হবে ১৩ জন, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ১০ জন, ফিল্ড সুপারভাইজার ৫০ জন, সমাজকর্মী (ইউনিয়ন) ৪৬৩ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৫৭ জন, গাড়িচালক ১২ জন এবং অফিস সহায়ক পদে ২৫৫ জন নিয়োগ পাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী হাউস প্যারেন্ট কাম টিচার পদে নিয়োগ দেওয়া হবে অস্থায়ী রাজস্ব খাতে এবং বাকি পদগুলো স্থায়ী রাজস্ব খাতে। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে সমাজ সেব অধিদপ্তরের ওয়েবসাইটে ও bit.ly/2L0LrfQ এই লিংকে।

আবেদনের যোগ্যতা

হাউস প্যারেন্ট কাম টিচার পদে আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীদের যোগ্যতা হিসেবে দরকার দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন ডিগ্রি। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকলে এই বিভাগের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে এইচএসসি পাস হলেই আবেদন পারবেন আগ্রহীরা। অভিজ্ঞতা হিসেবে সাঁটলিপিতে ইংরেজি প্রতি মিনিটে ৮০, বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার কম্পোজে ইংরেজি ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। ফিল্ড সুপারভাইজার পদে আবেদনের জন্য যোগ্যতা হিসেবে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রির প্রয়োজন হবে। এ ছাড়া স্বীকৃত প্রতিষ্ঠান হতে থাকতে হবে কম্পিউটার চালনা প্রশিক্ষণ সনদ। সমাজকর্মী (ইউনিয়ন) পদে আবেদন করতে হলে দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস হলেই হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদনের করতে হলে প্রার্থীদের এইচএসসি পাস হতে হবে। বাড়তি যোগ্যতা হিসেবে কম্পিউটারে প্রশিক্ষণ এবং কম্পিউটার চালনায় ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপে ইংরেজিতে এবং বাংলায় মিনিটে ২০ শব্দের গতি থাকতে হবে। গাড়িচালক পদে অষ্টম শ্রেণি পাস হলেই আবেদন কারতে পারবে। গাড়ি চালনায় অভিজ্ঞতা এবং হালকা ও ভারী যানবাহন চালনার ড্রাইভিং লাইসেন্সধারীও হতে হবে। এসএসসি পাস হলেই আবেদন করা যাবে অফিস সহায়ক পদে।

বয়সসীমা

উল্লিখিত পদগুলোতে আবেদন করতে প্রার্থীদের বয়সসীমা হতে হবে ১ জুলাই ২০১৮ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩০ বছর। শুধুমাত্র ফিল্ড সুপারভাইজার পদে ও সমাজকর্মী (ইউনিয়ন) পদে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন পদ্ধতি

এবারের প্রক্রিয়ায় আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আগ্রহী প্রার্থীরা dss.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা পারবেন। অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়া শুরু হয়েছে ১৫ জুলাই। অনলাইন আবেদনের সময় বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিয়ম অনুযায়ী ৩০০ বাই ৩০০ পিক্সেল ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কেবি হতে হবে। প্রার্থীদের আবেদনপত্র অনলাইনে জমা দেওয়া আগে কপি প্রিন্ট দিয়ে এবং আবেদনের পরে ডাউনলোড দিয়ে সংরক্ষণ করতে হবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে মোবাইল এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রি-প্রেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ অফিস সহায়ক পদের জন্য ৫৬ টাকা এবং অন্যপদগুলোর জন্য ১১২ টাকা জমা দিতে হবে। প্রবেশপত্র প্রাপ্তির সব তথ্য জানা যাবে dss.teletalk.com.bd অথবা www.dss.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে। এ ছাড়া প্রার্থীর মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে বিভিন্ন তথ্য। এসএমএসে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী সময়ে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্রের তথ্যসহ প্রবেশপত্র ডাউনলোড দিয়ে প্রিন্ট করে নেওয়া যাবে। প্রবেশপত্রটি লিখিত ও মৌখিক পরীক্ষার সময় সঙ্গে রাখতে হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় বসার আগে জমা দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র। লাগবে সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, কোটার ক্ষেত্রে প্রয়োজনীয় সনদ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার দ্বারা সত্যায়িত করে জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার দিন সঙ্গে রাখতে হবে সব সনদের মূল কপি।

পরীক্ষার পদ্ধতি

সমাজসেবা অধিদপ্তর ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ বিধি অনুসারে, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়। ক্ষেত্র বিশেষে নেওয়া হয় ব্যবহারিক পরীক্ষায়ও। অধিদপ্তরের প্রশাসন ও অর্থ শাখা সূত্রে জানা যায়, তৃতীয় শ্রেণির পদগুলোতে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়ে থাকে। এর মধ্যে ৭০ নম্বরের লিখিত এবং ৩০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হতে পারে। চতুর্থ শ্রেণির নিয়োগ পরীক্ষায় মোট ৫০ নম্বরের মধ্যে ৪০ নম্বরের লিখিত এবং ১০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হতে পারে। এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা হয়ে থাকে। পদ অনুসারে করা হয় প্রশ্নপত্র। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন করা হয়ে থাকে। কম্পিউটার অপারেটর পদের লিখিতি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য বসতে হবে টাইপিং টেস্ট বা ব্যাবহারিক পরীক্ষায়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ডাকা হবে মৌখিক পরীক্ষায়।