টাকার অভাবে সৌদিতে পড়ে আছে সেই বাবুলের লাশ শিরোনামে ২২ জুলাই সংবাদ প্রকাশ হয়। সেই প্রকাশিত সংবাদ দেখে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাবুলের লাশ দেশে আনার জন্য সৌদি দূতাবাসকে নির্দেশ দিয়েছেন।
সোমবার রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিষয়টি নিশ্চিত করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাড়নায় আট মাস আগে ৫ লাখ টাকার বিনিময়ে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন রাজশাহীর বাঘা উপজেলার গোকুলপুর গ্রামের যুবক বাবুল ইসলাম। কিন্তু সেখানে পৌঁছে ভালো কোনো কাজ মেলাতে পারেননি তিনি। কারণ তার বৈধ ভিসা ছিল না।
একপর্যায়ে দুশ্চিন্তা করতে করতে অবশেষে হার্ট অ্যাটাকে গত ১৫ জুলাই মারা গেছেন তিনি। বর্তমানে হতভাগ্য এই প্রবাসীর নিথর দেহ পড়ে আছে মর্গে। টাকার অভাবে বাবুলের লাশ দেশে আনতে পারছে না তার পরিবার।
বাবুল ইসলামের বড় ভাই আশাদুল ইসলাম জানান, গত আট মাস আগে উপজেলার কথিত আদম ব্যবসায়ী আমির উদ্দীন গাজীর মাধ্যমে পাঁচ লাখ টাকার বিনিময়ে আমার ছোট ভাইকে সৌদি আরব পাঠানো হয়।
কথা ছিল সেখানে গিয়ে একটি কোম্পানিতে কাজ দেয়া হবে। কিন্তু আট মাসেও আমার ভাইকে কোনো কাজ দিতে পারেনি। ফলে মানসিক চিন্তায় সে দিশেহারা হয়ে পড়ে হার্ট অ্যাটাকে মারা যায়।
অবশেষে ২২ জুলাই সংবাদ প্রকাশিত হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি সৌদি দূতাবাসকে বাবুলের লাশ দেশে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দেন।