জমকালো আয়োজনে সোমবার রাজধানীর ঢাকা ক্লাবে হয়ে গেল ‘জ্যাম’ ছবির মহরত অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনও।
তিনি তার বক্তব্যে বলেন, ‘এই অনুষ্ঠানে এসে খুব ভাগ্যবান মনে করেছি। মান্না ভাইয়ের সাথে অনেক ছবিতে কাজ করেছি সবগুলো ছবি হিট।’ তিনি বলেন, ‘যেহেতু বাংলাদেশে জ্যামের সমস্যা আছে। আর তাই এটি একটি সময় উপযোগী সিনেমা হবে।’
ঋতুপর্ণা বলেন, ‘বলা হয় এপার বাংলা ওপার বাংলা কিন্তু বাংলাকে আমি আলাদা করে বিচার করতে চাই না। আমি নিজেও আসলে বাংলার, সমগ্র বাংলার।’
অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের দুই বাংলার সংস্কৃতির আদানপ্রদান চলছে। পাশাপাশি দুই বাংলার শিল্পীদের আসা যাওয়ার পথটা মসৃণ না৷ আমি আশা করবো ‘জ্যাম’ ছবির মাধ্যমে মনের জ্যাম দূর করে দুই বাংলার যাতায়াতের পথ সহজ হবে। শিল্পীদের আসা যাওয়ার পথে ভিসা-পাসপোর্ট এসব জ্যাম থাকা উচিত নয় বলে আমি মনে করি। আর আশাকরি অচিরেই এই জ্যাম মুক্ত হতে পারবো আমরাও।’
উল্লেখ্য, ঋতুপর্ণা ২২ তারিখে ঢাকায় এসেছেন চ্যানেল আইয়ের একটি নাচের প্রোগ্রামে। ২৩ তারিখে মহরত থাকায় অতিথি হিসেবে তাকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।