কি কারণে আপনি বার বার মৃত্যুর স্বপ্ন দেখছেন?

স্বপ্নে নিজের বা অন্য কারো মৃত্যু দেখার পেছনে রয়েছে একাধিক কারণ। সেই স্বপ্ন আপনাকে কিছু একটার বার্তা দিতে চায়। এই এই মত্যুর স্বপ্নকে গুরুত্ব দিয়ে দেখতে বলেছেন বিশেষজ্ঞরা। কী সেই বার্তা?

একাধিক বিশেষজ্ঞ বলছেন, জীবনের কোনো অধ্যায়কে মুফে ফেলার তাগিদ থেকেই একাধিকবার মৃত্যুর স্বপ্ন দেখে কোনো ব্যক্তি। জীবনের এমন কিছু সময় থাকে, যে কথা মনে হলেই রাগ, দুঃখ বা অভিমানে অন্তরাত্মা রক্তাক্ত হয়ে ওঠে। সেই অবাঞ্ছিত মুহূর্তগুলিকে জীবনের টাইমলাইন থেকে

বাদ দেওয়ার ইচ্ছাই ভেসে ওঠে স্বপ্নে। খুব মানুষ পৃথিবী থেকে চলে গেলেও এমন স্বপ্ন দেখে অনেকেই।

স্বপ্নবিশারদ লরেন লরেন্স বলেন, কোনো ব্যক্তির কাজে রাগ হলে বা তাকে সহ্য করতে না পারলে, সেক্ষেত্রে সেই রাগ বা বিরক্তিই প্রতিফলিত হয় মৃত্যুর স্বপ্নে। তবে অস্বস্তিদায়ক এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে সমাধান করে নিতে হবে।

মনে অনেক অসন্তোষ চাপিয়ে রাখার কারণেও স্বপ্নে একাধিকবার মৃত্যু হওয়ার দৃশ্য দেখা দেয় বলেও বিশেষজ্ঞরা জানান। এছাড়াও যদি প্রিয় মানুষটি বিপদে পড়েছে। কিন্তু, আপনাকে জানাতে পারছে না। সেক্ষেত্রে মৃত্যু স্বপ্ন দেখতে পারেন আপনি।

তবে কারণ যাই হোক না কেন, চূড়ান্ত অস্বস্তিকর এই স্বপ্নের হাত মুক্তি পেতে গেলে নিজেরকে সময় দিতে হবে। নিজের বিশ্লেষণ করতে হবে।