আমরা মাঝে মাঝেই প্রাণীজগতের নানারকম মজার গল্প শুনি, যত ভয়ঙ্কর সেই প্রাণী তত মজার সেই গল্প! আজ আমরা জানবো ভয়ঙ্কর গোখরার সামনে পরা দুই কুকুরছানার গল্প!
ভারতের পাঞ্জাবে এই ঘটনাটি ঘটে। দুটি কুকুরছানা দুর্ঘটনাবশত একটি কুয়াতে পড়ে যায়। কুয়াটি যথেষ্ট গভীর হওয়ায় তারা নিজেরা বের হয়ে আসতে পারছিলো না। তাদের মালিক বুঝতে পারে তারা হারিয়ে গেছে যখন সে বাচ্চাগুলোর মায়ের অনবরত ডাকাডাকি শুনতে পায়।
বাচ্চাগুলোর মা একটা কুয়ার পাশে বসে ডাকছিল। তাদের মালিক কুয়াতে উকি দিয়ে দেখেন এবং অবাক হয়ে যান। তিনি দেখেন কুকুরছানা দুটির পাশে একটা গোখরা সাপ বসে আছে!
অবাক করা কথা হলেও সত্যি যে সাপটি বাচ্চা দুটির কোন ক্ষতি করছে না। উল্টো তার ভঙ্গি দেখে মনে হচ্ছে সে তাদের রক্ষা করছে! সে তাদের কুয়ার অন্য পাশে যেতে বাধা দিচ্ছে যে পাশে পানি রয়েছে। সে বুঝতে পারছিল পানিতে গেলে এদের ক্ষতি।
কুয়ার মধ্যে সাপের সুরক্ষায় ছানা দুটি ৪৮ ঘন্টা ছিল। যখন সাহায্য এলো তাদের উদ্ধার করার জন্য তখন দেখা গেলো সাপটি কুয়া অন্য পাশে চলে গেলো। দেখা গেলো ছানাগুলো কোন আঘাতই পায় নি।
পরবর্তিতে সাপটিকেও উদ্ধার করা হলো এবং বনে ছেড়ে দেয়া হয়। ভয়ঙ্কর সাপের এমন কোমল রূপ সবাইকেই অবাক করে।