গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে আরও ৩টি নতুন বিভাগ ও ১টি ইনস্টিটিউট চালু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
নতুন বিভাগগুলো হলো- আর্কিটেকচার, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজি ও উদ্ভিদবিজ্ঞান এবং শেখ হাসিনা আইসিটি ইনস্টিটিউট। এতে বিশ্ববিদ্যালয়ের মোট বিভাগের সংখ্যা হলো ৩৪টি এবং ইনস্টিটিউট ৪টি। শেখ হাসিনা আইসিটি ইনস্টিটিউট মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়ায় স্থাপিত হবে।
নতুন বিভাগ ও ইনস্টিটিউট যুক্ত হওয়ায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ৭০জন শিক্ষক এবং ৮০জন কর্মকর্তা কর্মচারী পদের অনুমোদন দিয়েছে।