শিশু ধর্ষক ও নির্যাতনকারীদের শাস্তি দাবি

লালমনিরহাটে শিশু ধর্ষক ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার মানববন্ধন হয়েছে। “শিশু নির্যাতন বন্ধ করি, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ন্যাশনাল চিলড্রেনস্ টাস্কফোর্স (এনসিটিএফ) লালমনিরহাটের আয়োজনে মিশন মোড় চত্বরে এ মানববন্ধন পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তুহিনুর রহমান, এনসিটিএফ লালমনিরহাট সভাপতি তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল প্রমুখ। এতে স্কুল-কলেজের শিক্ষক, ছাত্রী, এনসিটিএফ সদস্যবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পরে এনসিটিএফের সদস্য ও ছাত্রীরা প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।