শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল গ্রেফতার

শেরপুর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসানকে গ্রেফতারের পর রবিবার সন্ধ্যায় মুখ্য বিচারিক হাকিম আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে রবিবার ভোরে শেরপুর শহরের বাগরাকসা এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, কামরুল দলীয় নেতাকর্মী নিয়ে রবিবার ভোরে নিজ বাসায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় বৈঠক করছেন—এমন খবরের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান পরিচালনা করে।

পরে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় কামরুলের অন্য সহযোগীরা কৌশলে পালিয়ে যান। তার বাসা থেকে ককটেল, রামদা ও চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।