নারায়ণগঞ্জের ফতুল্লায় খুন্তি গরম করে ছ্যাকা দিয়ে নির্যাতন করা দম্পতির বিরুদ্ধে আদালতে জবানবন্দি দিয়েছে গৃহকর্মী পিতৃ-মাতৃহীন শিশু মাহি (৮)। রোববার বিকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবতাবুজ্জামানের আদালত মাহির জবানবন্দি নেন।
আদালত জবানবন্দি গ্রহণ শেষে অভিভাবক না পাওয়ায় অনাথ মাহিকে শিশু কিশোর উন্নয়ন সংশোধনাগার গাজীপুরে নিরাপদ হেফাজতে পাঠিয়েছেন।
অপরদিকে শিশুটিকে নির্যাতনকারী দম্পতি আতাউল্লাহ খোকন ও উর্মি আক্তারের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। সোমবার আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
কোর্ট পুলিশের এসআই হানিফ বলেন, অনাথ এই শিশুটির ওপর অমানুষিক নির্যাতন করা হয়েছে। এখনও ডান হাতে গরম খুন্তির ছ্যাকার ঘা শুকায়নি। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। জবানবন্দি দেয়ার সময় মাহি সবই আদালতকে দেখিয়েছে। আদালত মাহিকে কারও হেফাজতে দেয়ার মতো অভিভাবক না পাওয়ায় নিরাপদ হেফাজতে রাখার জন্য গাজীপুর শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই ইলিয়াস জানান, ফতুল্লার পূর্ব ইসদাইর আনন্দনগর এলাকার শহীদুল্লাহর বাড়ির ভাড়াটিয়া আতাউল্লাহ খোকন ও উর্মি আক্তারের বাসায় ৩ মাস ধরে পিতৃ-মাতৃহীন শিশু মাহিকে গৃহপরিচারিকা হিসেবে কাজ নেয়। এরপর থেকে শিশুটিকে প্রায় সময় বাসায় মারধর করত তারা।
শুক্রবার রাতে বাঁচাও-বাঁচাও চিৎকার শুনে স্থানীয় লোকজনকে নিয়ে ওই দম্পতির বাসায় গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় জাকির হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে জানায় পুলিশ।