ইয়াসা অ্যাসলে, মাত্র ১৪ বছর বয়স। যে বয়সে সকলে যায় স্কুলে, সে বয়সে ইয়াসা যায় বিশ্ববিদ্যালয়। তাও আবার অঙ্কের মাস্টার।
ইংল্যান্ডের লিসেস্টার বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠ অধ্যাপক ইয়াসা অ্যাসলে। যে সে বিষয় নয়, একেবারে অঙ্ক করাচ্ছে বিশ্ববিদ্যালয়ে।
ইয়াসা অ্যাসলে নিজে বিশ্ববিদ্যালয়েরও ছাত্র। ইয়াসা প্রাইমারি স্কুল ছেড়েছে অনেকদিন আগেই। বিশ্ববিদ্যালয়ে যায় ২০১৪ সালে, মাত্র ১২ বছর বয়সে, অঙ্ক নিয়ে পড়তে।
এখন বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের ইয়াসা। পিএইচডি করার চিন্তা ভাবনা করছে সে। বছর খানেক আগে লিসেস্টার বিশ্ববিদ্যালয়ে অঙ্ক পড়ানোর সুযোগ পায় সে।
সম্ভবত এটাই তার জীবনের সব থেকে ভাল সময়। ইয়াসা জানায়, ‘বিশ্ববিদ্যালয়ে যেতে খুব ভালই লাগে। আরও ভাল লাগে অন্য ছাত্রদের সাহায্য করতে। আর স্কুল ইউনিফর্ম পড়তে হচ্ছে না, সেটাও ভাল লাগছে।’
ইয়াসা আরো জানায়, ‘অঙ্ক ভাল লাগে কেননা, ওটা একটা বিজ্ঞান।’
বিষয়টা তার কাছে খুব সহজ লাগে এবং আনন্দদায়ক বিষয় বলে জানিয়েছে ইয়াসা অ্যাসলে। তার বাবাও তাকে নিয়ে গর্বিত।