আবারও সংবাদের শিরোনামে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও গুগল সার্চ ইঞ্জিনের অ্যালগরিদম।
গুগলে ‘idiot’ লিখে ছবি সার্চ দিলে ডোনাল্ড ট্রাম্পের ছবি দেখানোয় আবার এরা আলোচনায় এসেছেন।
কার্যত অনলাইনে আন্দোলন কর্মীদের একটি ক্যাম্পেইনের ফলেই শুরু হয় ট্রাম্পের ওপর ছবির এই আক্রমণ।
প্রযুক্তি বিষয়ক মার্কিন ওয়েবসাইট সিনেট জানিয়েছে, ওই আন্দোলনকর্মীরা ট্রাম্পের একটি ছবির সঙ্গে ইডিয়ট অর্থাৎ আহাম্মক শব্দটি যুক্ত করে গুগলের অ্যালগরিদম অর্থাৎ এর কর্মপদ্ধতিকে প্রভাবিত করেন।
এই সপ্তাহেই ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়, সংবাদভিত্তিক সামাজিক মাধ্যম রেডিটের ইউজাররা ইডিয়ট শব্দটিসহ ট্রাম্পের একটি ছবিকে আপভোট বা পছন্দ করার পর এই ট্রেন্ড শুরু হয়।
‘ইডিয়ট’ শব্দটির সঙ্গে ট্রাম্পের ছবি যুক্ত করার এই ক্যাম্পেইন মার্কিন প্রেসিডেন্টের কাজে সন্তুষ্ট নয় এমন মানুষদের প্রতিবাদের একটি উপায় হিসেবে আবির্ভূত হয়েছে।
সার্চ রেজাল্টে বিভিন্ন তথ্য অগ্রাধিকারের ভিত্তিতে প্রদর্শন করায় গুগলের অ্যালগরিদম প্রতিষ্ঠানটিকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু, এর ফলে কখনো কখনো ট্রাম্পের ছবিটির মত অদ্ভুত সার্চ রেজাল্টও দেখা যায়।