রাজধানীর মিরপুরে গুপ্তধনের সন্ধানদাতা ‘উধাও’

রাজধানীর মিরপুর-১০ এর সি ব্লকের ১৬ নম্বর রোডের বাড়িটিতে গুপ্তধন আছে এমন তথ্যের ভিত্তিতে শনিবার (২১ জুলাই) টানা ৬ ঘণ্টা মাটি খুঁড়েছে পুলিশ। মিরপুরের এই বাসায় গুপ্তধন আছে অনেকদিন ধরেই এমন গুঞ্জন ছিল এলাকাবাসীর মধ্যে। এদিকে, ওই বাড়ির নিচে গুপ্তধন রয়েছে–এমন তথ্য দিয়ে তৈয়ব নামের টেকনাফ থেকে আসা যে ব্যক্তি প্রথম জিডি করে, জিডিতে তৈয়ব দাবি করেছেন, তারা পূর্বপুরুষরা স্বাধীনতা যুদ্ধের আগে ঢাকা ত্যাগ করার আগে ওই বাড়ির নিচে অনেক সোনা পুঁতে রেখেছেন।

মিরপুর থানার ওসি দাদন ফকির জানান সেই তৈয়বকেই এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। থানায় জিডি করার পর থেকেই তিনি ‘গায়েব’। এরপর থেকে তার মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। কয়েকবার চেষ্টার পরও তার নম্বরটি বন্ধ পাওয়া গেছে। তার আসল বাড়ি কোথায় সে সম্পর্কেও কিছুই জানে না পুলিশ। চলমান অভিযানের সময়ে সেই তৈয়বকে ঘটনাস্থলে দেখা যায়নি।

তৈয়বের বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, ‘তৈয়ব নামের ওই ব্যক্তির জিডি করেই চলে গেছেন। এরপর আর তাকে পাওয়া যায়নি। তবে, জিডির কপিতে দেওয়া তার ঠিকানা সঠিক কিনা, সেটা যাচাই করতে টেকনাফ থানা পুলিশকে জানানো হয়েছে।’

তৈয়বের বিষয়ে জানতে চাইলে ওই বাড়ির বর্তমান মালিক মনিরুল আলম জানান, তৈয়ব নামের সেই ব্যক্তির সঙ্গে তার কোনো যোগাযোগই হয়নি। তিনি কোথায় আছেন, সে সম্পর্কে কিছুই জানেন না তিনি।

উল্লেখ্য, মিরপুর ১০ নম্বর সেকশনের ১৬ নম্বর সড়কে সি ব্লকের ১৬ নম্বর বাড়িতে গুপ্তধন রয়েছে এমন খবরে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বাড়িটিতে খনন কাজ শুরু হয়। টানা ৬ ঘণ্টা খনন কাজ চললেও গুপ্তধনের কোনো সন্ধান না পেয়ে ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ারুজ্জামান রোববার পর্যন্ত মত খনন কাজ স্থগিত করেন।