পলাশবাড়ীতে যুবককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

গাইবান্ধার পলাশবাড়ী থেকে বকুল মিয়া (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে করতোয়া নিয়ন্ত্রণ বাধ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। বকুল মিয়া দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার লালমাটিয়া গ্রামের নুরুন্নবীর ছেলে।

পলাশবাড়ী থানার এসআই সঞ্জয় জানান, অটোভ্যান চালক বকুল মিয়া শনিবার রাতে পলাশবাড়ী আসার পথে দুর্বৃত্তরা গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে। পরে লাশ শিশুদহ এলাকায় করতোয়া নিয়ন্ত্রণ বাধের পাশে ফেলে অটোভ্যান ছিনতাই করে নিয়ে যায়। সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।