মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে মাগুরার আলমখালি এলাকায় একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিন চালিত একটি নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমনের চালক রুবেলসহ (২০) দুইজন আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় পরে মৃত্যু হয় রুবেলের।

অন্যদিকে মাগুরার রামনগর পুলিশ ফাঁড়ির কাছে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে আসা আরেকটি পিকআপ ভ্যানকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই নিহত হন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।

নিহতদের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।