প্রধানমন্ত্রীর কাছে এইচএসসির ফল হস্তান্তর

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০.৩০ টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী। এরপর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ ফলাফল ঘোষণা করেন।

এবার সারাদেশে গড় পাশের হার ৬৬.৬৪ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার কমেছে।

সারা দেশে ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সাধারণ আট বোর্ডে শিক্ষার্থী ছিল ১০ লাখ ৯২ হাজার ৬০৭ জন। মাদ্রাসা বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ১২৭ জন। কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ১৭ হাজার ৭৫৪ পরীক্ষার্থী ছিল