মোবাইল নিয়ে টয়লেটে যুবক, অতঃপর উদ্ধারে এলো দমকলবাহিনী!

প্রতিদিন কত রকমের ঘটনাই না ঘটে চলেছে চারিদিকে। তার সব আমরা জানতে না পারলেও কিছু কিছু খবর আমাদের বেশ অবাক করে দেয়। যেমন মুম্বাইয়ের এই ঘটনা।
মোবাইলে কথা বলতে বলতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলেন রোহিত নামে এক যুবক। পরে মোবাইল পড়ে গিয়ে প্যানের ভেতর ঢুকে যায়। কোনো কিছু না ভেবেই ফোনটি তুলতে প্যানের ভেতর হাত ঢুকিয়ে দেন তিনি।

মোবাইল না পেয়ে প্যান থেকে হাত বের করার সময় আটকে যান রোহিত। পরে তার পরিবারের লোকজন সেখানে এসে তাকে টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু তাকে তুলতে না পেরে দমকল বাহিনীকে খবর দেন তারা।

ভারতের মুম্বাইয়ে ঘটনাটি ঘটে গত সোমবার সকালে আটটার দিকে। খবর পেয়ে সকাল নয়টা থেকে চেষ্টা করে দুপুর একটায় রোহিতকে টয়লেট থেকে উদ্ধার করে দমকল বাহিনী। পাঁচ ঘণ্টা সেখানে আটকে থাকার পর শেষ পর্যন্ত উপায় না পেয়ে টয়লেটের প্যানটি উঠিয়ে ফেলে দমকল বাহিনী। পরে প্যানের পাইপ কেটে রোহিতকে উদ্ধার করা হয়।

দমকল বাহিনীর উদ্ধারকর্মীরা জানিয়েছেন, রোহিতের হাতে একটি লোহার বালা ছিল। মোবাইল ফোন প্যানের ভেতর পড়ে যাওয়ার পর তিনি তা তুলতে গেলে প্যানের সরু পাইপে তা আটকে পড়ে। এ কারণে তিনি সেখান থেকে হাত বের করতে পারছিলেন না। এছাড়া অতিরিক্ত টানাটানির কারণে রোহিতের হাতে জখম হয়ে যায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।