চট্টগ্রামে এবার ৩০ হাজার পিস ইয়াবাসহ প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক আটক!

বর্তমানে সমাজের জন্য সবচেয়ে হুমকির যে জিনিসটা সেটা হল মাদক। এই মাদক কোন ভাবেই যখন নিয়ন্ত্রন করা যাচ্ছিলো না আর তখনি হার্ড লাইনে সরকার। তারই ধাবাহিকতায় অনেক মাদক ব্যবসায়ি নিহত হয়েছেন এই পর্যন্ত। কিন্তু তার পরেও যেন এর দউরাত্ত থামছে না।
চট্টগ্রামে ঢাকাগামী একটি যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ মো. জমির উদ্দিন (৪০) নামে একজন প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

গত শুক্রবার রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি’র আকবর থানা পুলিশ নগরীর এ কে খান এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
সে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশ কাটা পূর্বপাড়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে ও পশ্চিম দরবেশ কাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানাগেছে।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন আটক প্রধান শিক্ষক ৩০ হাজার ইয়াবা নিয়ে ওইদিন রাতে কক্সবাজারের টেকনাফের হৃীলা থেকে বাসে চড়ে ঢাকায় যাচ্ছিলেন। গোপনে এ খবর পেয়ে আকবর শাহ এলাকায় নিরাপত্তা চৌকি বসিয়ে ওই বাসে তল্লাশি চালানো হয়।

এ সময় সন্দেহ হওয়ায় প্রধান শিক্ষক জমির উদ্দিন আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে ওই বাসে তল্লাশি চালিয়ে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি জানান গ্রেফতারকৃত প্রধান শিক্ষক ইতির্পূবে টেকনাফ থেকে ইয়াবার চালান নিয়ে বেশকয়েকবার ঢাকায় গেছে।

এ ব্যাপারে চকরিয়া উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কাদেরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি আমি শুনেছি কিন্তু কোন কাগজপত্র পাইনি। পেলে উর্ধ্বতন কতৃপক্ষকে জানাব এবং আইনগত ব্যবস্থা নেব।

এ ব্যাপারে মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।