ধর্মীয় নিয়মকানুন পালনে মুসলিম নারীদের হিজাব পড়ার চল এখন সারাবিশ্বে জনপ্রিয়। তবে এখন শুধু ধর্মীয় দিক রক্ষায় যে হিজাব পরা হয় এমনটা নয়, পর্দা করার পাশাপাশি ফ্যাশনেও এখন হিজাব ব্যবহার করা হচ্ছে। ধর্মীয় নিয়মকানুন মেনেই আধুনিক ও চলতি ফ্যাশন করা যায়। বয়স, রুচি, আবহাওয়া, পেশা সবকিছু অনুযায়ী বিভিন্ন রকম হিজাব পরা যায়। হিজাবেও অনেক নতুনত্ব এসেছে। হিজাব একঘেয়ে ভাব আনবে, এমন চিন্তা এখন না করাই ভালো। কারণ হিজাবে এখন অনেক বৈচিত্র্য এসেছে। শুধু হিজাব নয়, হিজাবের সাথে ব্যবহূত ক্লিপ, অর্নামেন্টসেও এখন বৈচিত্র্য এসেছে। সব ধরনের ড্রেসের সাথেই এখন হিজাব পরা যায়। ওয়েস্টার্নের সাথেও এখন মানুষ হিজাব পরছে। এছাড়াও শাড়ি, কামিজ, কুর্তা বা অন্য যেকোনো পোশাকের সঙ্গেও হিজাব পড়া যায়। তবে হিজাব পরার আগে অবশ্যই লম্বা হাতা বা থ্রি কোয়ার্টার হাতার পোশাক বেছে নেওয়া উচিত। হিজাবের সঙ্গে ছোট হাতার পোশাক একদমই বেমানান। আর এই ছোট্ট এক টুকরা কাপড়কে বিভিন্ন কৌশলে মাথায় বাঁধলে বিভিন্ন রকম লাগে। আর এই কৌশলগুলো আপনি ইউটিউব থেকে সহজেই শিখে নিতে পারেন।
‘পিউরিটি :দ্য হিজাব ওয়ার্ল্ড’-এর পরিচালক নুসরাত চৌধুরী বলেন, ‘একটা সময় ছিল যখন ৩০ ঊর্ধ্ব নারীদের মধ্যে হিজাবের চল দেখা যেত। তবে এখন সব বয়সের নারী ক্রেতা দেখা যায়। আর টিনেজার ও তরুণীদের মধ্যে হিজাব পরার চল এখন বেশি।’ তাদের সবার কথা মাথায় রেখেই তারা হিজাব রাখেন। এই গরমে কোন ধরনের হিজাব পরলে ভালো হবে, এই প্রসঙ্গে বলেন, ‘গরমে কটনের হিজাব পরাই ভালো। বেশ আরামদায়ক। আর তাদের সংগ্রহে থাকা পিউর মালয়েশিয়ান কটনের হিজাবের কথা উল্লেখ করলেন। কটনের মধ্যে হালকা স্টোনের কাজ করা হিজাবগুলো নারীদের বেশি আকর্ষণ করছে বলে তিনি মনে করছেন।’ তাদের হিজাব যে কেউ অনলাইনেও অর্ডার দিতে পারেন, সারা দেশেই কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়। আর সব ধরনের আয়ের মানুষের কথা মাথায় রেখে সর্বনিম্ন ৭০০ থেকে ৩০০০ টাকার মধ্যেই সব হিজাব কিনতে পারবেন আপনি পিউরিটিতে।
হিজাবে ইসলামিকভাবেই নিজেকে সুন্দর করে সাজানো যায়। মনে রাখতে হবে, নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে পারলে হিজাবে রূপ ঢাকা পড়বে না বা দামি হিজাবের দরকার হবে না। সাধারণ ও অল্পতেই নিজেকে সাজানো যায়, আবার পর্দাও করা যায়।