সীতাকুণ্ডে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে ১৫ হাজার পিস ইয়াবাসহ ৩ ব্যবসায়ীকে আটক করেছে মডেল থানা পুলিশ।

গতকাল সোমবার দিবাগত রাতে ভাটিয়ারী বাস স্টেশন থেকে তাকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন আজিজুর রহমান (২৫) মৌলভী পাড়া দক্ষিণ পাড়া দারিয়া এলাকার মেহের আলীর পুত্র, নুরুল ইসলাম রনি(৩০) রামু থানার মৌলভী বাজার দারিয়া দিঘীর মৃত এবাদ উল্লার পুত্র ও মো: জসিম উদ্দীন (২৪) রামু থানার মেহেরগুনা আলমের বাড়ির সৈয়দ আলম এর পুত্র।

সীতাকুণ্ড মডেল থানার এসআই এসএম সাইফুল্লাহ জানান, সীতাকুণ্ডের ভাটিয়ারীতে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, আটককৃত ৩ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।