পুত্র সন্তান চাই। তাহলে আমার বাগানের আম খান, নারীরা পুত্র সন্তান লাভ করবেন। এমন মন্তব্য করে গত জুন মাসে শোরগোল ফেলে দিয়েছিলেন মুম্বাই মহারাষ্ট্রের হিন্দুত্ববাদী নেতা সাম্ভাজী ভিদে। এখন সেই মন্তব্য ঘিরে বিপাকে পড়ে গিয়েছেন এই নেতা। বিষয়টি আদালত পর্যন্ত টেনে নিয়ে গেছে নাসিক পুরসভা।
ঘটনার সূত্রপাত গত মাসে। নাসিকের এক সভায় সাম্ভাজি বলেন, ‘‘আম শক্তিশালী ও পুষ্টিকর। যদি কোন নারী আমার বাগান থেকে আম খান, তাহলে তিনি পুত্রসন্তান জন্ম দিতে পারেন।’’ সাবেক আর এস এস নেতার এহেন মন্তব্য ঘিরে বিতর্ক সৃষ্টি হয়।
এরপরেই আসরে নামে নাসিক পুরসভা। জানা গেছে, প্রথমে নাসিক পুরসভার তরফ থেকে একটি নোটিশ পাঠানো হয় সাম্ভাজির কাছে। কিন্তু সেই নোটিশের উত্তরই দেননি প্রভাবশালী এই নেতা। এর পরেই আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করে সেই নেতার বিরুদ্ধে স্থানীয় একটি আদালতে মামলা করে নাসিক পুরসভা। বেশ কয়েকটি ধারায় মামলা আনা হয়েছে।