বার পর এবার রাজধানী ঢাকার শুধু নারী যাত্রীদের জন্য এলো নতুন একটি সেবা। নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে ডেকে নেয়া যাবে এ বাহন। নারীরা স্কুটি বাইক চালাবে।
রাজধানীতে এখন নারীদের জন্য আলাদা করে রাইড শেয়ার সেবা এসেছে। যেসব নারী স্কুটি চালান তারা ‘স্যাম বাইকার’ অ্যাপ রেজিস্ট্রেশন করলে আরেকজন নারী রাইডার (যাত্রীর) রিকোয়েস্ট পাবেন কোথাও নিয়ে যাওয়ার জন্য। যাত্রী হিসেবে নারীদের স্যাম রাইডার অ্যাপে রিকোয়েস্টের ক্ষেত্রে আরেকজন নারী বাইকার খুঁজে পাবেন। স্যাম-এর ফাউন্ডার ইমতিয়াজ কাসেম জানান, বাংলাদেশ তথা বিশ্বে মোটরসাইকেলে রাইড শেয়ারিং অ্যাপ তারাই চালু করেন। বিশ্বের অনেক দেশে আগে কেবল ট্যাক্সি সার্ভিস চালু ছিলো। তিনি বলেন, বাংলাদেশে চালুর পর এখন ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। ঢাকায় এখন অনেক নারীরা স্কুটি নিয়ে ঘুরে বেড়ান। তাদের দাবি ছিলো আরেকজন নারী সঙ্গী পেলে গন্তব্যে পৌঁছৈ দেবেন তারা। সেই প্রত্যাশার সঙ্গে মিল রেখে চালু করা হলো পিংক স্যাম। তিনি বলেন ‘রাজধানীতে পুরম্নষের সঙ্গে প্রতিযোগিতা করে নারীরা বাসে উঠতে যেয়ে অনেক অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হচ্ছেন। ‘পিংক স্যাম’ তাদের সে কষ্ট একটু হলেও দূর করবে। আর রাজধানীর জ্যাম ঠেলে দ্রম্নত যেতে হলে এটাই হবে সবচেয়ে কার্যকরী।’ এর মাধ্যমে নারীরা স্কুটি দিয়ে রাইড শেয়ার করে মাসে ২০,০০০ টাকা আয় করতে পারবে। এর সঙ্গে বোনাস ও ইনসেনটিভ সুবিধাও পাবে। এ আকর্ষণ রেখে নারী বাইকার রেজিস্ট্রেশন চালাচ্ছে স্যাম অ্যাপ। এতে মোটরসাইকেলে যেতে যাত্রীদের প্রথম ৩ কিলোমিটারের ভাড়া ৬০ টাকা। প্রতি কিলোমিটার ১২ টাকা। প্রতি মিনিট ৫০ পয়সা। ভাড়া পরিশোধের ক্ষেত্রে আছে নগদ ও ই-ওয়ালেট সুবিধা।