শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক নম্বর টার্মিনালে আগুন লাগার ঘটনা ঘটেছে। সেখানে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করেছে। ঢাকা বিভাগীয় ফায়ার সার্ভিসের পরিচালক দেবাশীষ বর্ধণ ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগুন লাগার ঘটনায় শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ রয়েছে।
তিনি বলেন, ‘সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এক নাম্বার টার্মিনালে আগুন লাগার ঘটনা ঘটে। তবে হঠাৎ কোথা থেকে আগুন লেগেছে তা জানা যায়নি। সেখানে আমাদের সাতটি ইউনিট কাজ করছে। কোনও বড় ধরণের অঘটন ঘটেনি। কিভাবে আগুনের ঘটনা ঘটেছে তা জানা যাবে বলে জানান এ কর্মকর্তা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শাহিদুর রহমান জানান, যতটুকু দেখা যাচ্ছে আগুনের ভয়াবহতা তেমন না। প্রথমে বেশ কালো ধোঁয়া দেখা গেছে। তবে তা কমে এসেছে।