দুর্নীতি মামলায় দণ্ডিত পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ লন্ডন থেকে দেশে ফিরে বিমানবন্দরেই গ্রেফতার হয়। সেই সাথে তার মেয়ে মরিয়ম নওয়াজও গ্রেফতার হন। এরপর তাদের পাঠানো হয় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে। সেখানে ‘বি’ ক্লাস বন্দি হিসেবে প্রথম রাত কাটিয়েছেন নওয়াজ শরীফ ও তাঁর মেয়ে মরিয়ম শরীফ।
পাকিস্তানে বি ক্লাস বন্দিরা বেশকিছু সুবিধা পেয়ে থাকেন। তারা জেলে টিভি, এসিও বসাতে পারেন। নিতে পারেন খবরের কাগজ। এর খরচ অবশ্য তাদের নিজেদের বহন করতে হয়।
তবে নওয়াজ পুত্র হুসাইন নওয়াজ শরীফ ট্যুইট করে অভিযোগ করেছেন, তার বাবাকে রাতে ঘুমানোর জন্য কোন খাট দেওয়া হয়নি। এমনকি গোসলখানা প্রচণ্ড নোংরা যা অনেক দিন পরিষ্কার করা হয়নি।