কিশোরগঞ্জে উদ্ধার হল কয়েকটি তক্ষক, দাম জানলে আকাশ থেকে পড়বেন!

বাংলাদেশ প্রাকৃতিক সম্পদের এক অনন্য দেশ। তবে এখানে এই সম্পদগুলো মটেই নিরাপদ নয় কারণ কিছু অসৎ অসাধু ব্যক্তিদের জন্য এই সম্পদ্গুল পাচার হয়ে যায় দেশের বাইরে। তেমনি বিরল এক জীব হল তক্ষক।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি এলাকা থেকে চারটি তক্ষক উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে তারাকান্দি এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে এ তক্ষকগুলো উদ্ধার করা হয়। শনিবার বন বিভাগের কাছে তক্ষকগুলো হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার রাত ১১টার দিকে তারাকান্দি এলাকায় অভিযান চালায়। সেখানে একটি পরিত্যক্ত বাড়িতে দুটি কাঠের বক্সে চারটি তক্ষক পাওয়া যায়। বিষয়টি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) এমদাদুল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল মালেক খসরু খানকে মোবাইল ফোনে জানালে তিনি ঘটনাস্থলে যান। পরে তক্ষকগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল মালেক খসরু খান জানান, যাচাই-বাছাই করে জানা যায় এগুলো তক্ষক নয়, সরীসৃপ জাতীয় প্রাণি। বনে অবমুক্ত করার জন্য বন বিভাগের কাছে তক্ষকগুলো হস্তান্তর করা হয়েছে। তক্ষকগুলোর দাম কয়েক কোটি টাকা হবে।