সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গল্পের নায়িকা হয়ে চলচ্চিত্রে ফিরছেন চিত্রনায়িকা পূর্ণিমা।
জানা গেছে, ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। উপন্যাসের নামেই ছবিটির নাম রাখা হয়েছে। এই ছবিতে জুটি বাঁধবেন ফেসদৌস-পূর্ণিমা।
এ সম্পর্কে চিত্রনায়িকা পূর্ণিমা দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘কাজটা এখনো সিওর নয়’।
ছবিটির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, ‘পূর্ণিমার সঙ্গে আমার ও ফেরদৌস ভাইয়ের কথা হয়েছে। এখনো আমাদের মধ্যে এগ্রিমেন্ট হয়নি। আশা করি শিগগিরই এগ্রিমেন্ট হয়ে যাবে। আমার এই ছবিতে ফেরদৌস ও পূর্ণিমা জুটি বেঁধে অভিনয় করবেন।’
নেয়ামুল আরও বলেন, ‘ফেরদৌস ভাইয়ের মাধ্যমে উপন্যাসের গল্পটি পড়ি। এর গল্প আমার ভীষণ ভালো লাগে। চলচ্চিত্রের জন্য এমন একটি গল্প খুঁজেছিলাম। চরাঞ্চলের প্রেম, আবেগ ও জীবন-যাপন নিয়ে ছবির কাহিনী। যেহেতু চরে শুটিং করতে হবে তাই একটু ঠাণ্ডা পরলেই আমরা কাজটা শুরু করব। আশা করি কাজটি সুন্দরভাব শেষ করে দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দিতে পারব।’
ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচলি’ থেকে চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মারুফ রেহমান ও ভারতের প্রিয় চট্টোপাধ্যায়।