বিশ্বকাপ খেলা দেখতে যেতে বাধা দেয়ায় স্ত্রীকে ‘হত্যা’

বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনাল ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়ার খেলা দেখতে যেতে বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে ‘হত্যা’ করেছেন স্বামী ইব্রাহিম শেখ। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওইরাতে খেলা দেখতে বাইরে বের হতে চান ইব্রাহিম শেষ। এ সময় স্ত্রী লিপি বেগম (২৫) তাকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে বসেন ইব্রাহিম। স্ত্রীর শরীর থেকে রক্ত বের হতে দেখে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। কিছুক্ষণের মধ্যে হুঁশ ফিরে এলে ইব্রাহিম ঘরের সিঁধ কেটে দুর্বৃত্তরা ঘরে ঢুকে প্রথম তাকে মারপিট করে। পরে স্ত্রী চিৎকার দিলে তার পেটে ছুরি মেরে পালিয়ে যায় বলে গল্প সাজায়।

জিজ্ঞাসাবাদে ইব্রাহিম পুলিশের কাছে এ কথা স্বীকার করেছেন বলে কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানিয়েছেন। আজুিজুর রহমান বলেন, ইব্রাহিমের বানানো গল্পে আমাদের সন্দেহ হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইব্রাহিমকে বৃহস্পতিবার গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তিনি লিপি বেগমে পেটে ছুরি চালিয়ে হত্যার কথা স্বীকার করেন।

কাশিয়ানী থানার ওসি আরো বলেন, তাকে গোপালগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করা হবে