প্রতিবেশীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং । শনিবার সকালে, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, সংক্ষিপ্ত বৈঠকে সন্ত্রাস-দমন সহযোগিতা, চরমপন্থিদল ও জঙ্গিদলগুলোর বিস্তাররোধে পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়।

নজরুল ইসলাম জানান, প্রধান শেখ হাসিনা এ সময় বলেন, বাংলাদেশের মাটিতে কোন জঙ্গিবাদের ঠাঁই হবে না। সে লক্ষ্যে তার সরকার সব ধরনের কাজ করে যাচ্ছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাসী বাংলাদেশ।

বৈঠকে দুই দেশের পারস্পারিক বিষয় ও অভিন্ন সমস্যা সমাধানে একযোগে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

এর আগে শুক্রবার তিন দিনের সফরে ঢাকায় আসেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।