বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শনিবার গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এসময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গিবাদের ঠাঁই হবে না।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সংক্ষিপ্ত বৈঠকে সন্ত্রাস দমনে সহযোগিতা, চরমপন্থী ও জঙ্গি দলগুলোর বিস্তাররোধসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন শেখ হাসিনা ও রাজনাথ সিং। এ সময় দু’দেশের পারস্পারিক বিষয় ও অভিন্ন সমস্যা সমাধানে একযোগে কাজ করার বিষয়েও গুরুত্বারোপ করেন তারা।

শেখ হাসিনা বলেন, ‘আমরা যে কোনো সমস্যার সমধান আলোচনার মাধ্যমে সমাধান করি। আর এর মাধ্যমেই আমরা সীমান্ত সমস্যাসহ আরও বিভিন্ন সমস্যার সমাধান করেছি।’

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের ৭.৭৮ জিডিপি অর্জনের প্রশংসা করেন রাজনাথ সিং। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে সর্বোচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সুসম্পর্ক বিদ্যমান রয়েছে বলেও জানান তিনি।