ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় রেললাইনের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম পরিচয় জানা না গেলেও তার আনুমানিক বয়স ৩৫ বছর বলে জানা গেছে। নিহতের পরনে লুঙ্গি ও গায়ে গেঞ্জি রয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার আগমুন্দিয়া গ্রামে রেললাইনের পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। কালীগঞ্জ মোবরকগঞ্জ রেলস্টেশন মাস্টার শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। স্থানীয়রা জানান, আগমুন্দিয়া গ্রামের রেললাইনের পাশে জঙ্গলের মধ্যে সকাল ৮টার দিকে স্থানীয় কৃষকরা লাশটি দেখতে পান। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং মুখে ভারী কিছু দিয়ে থেতলে দেয়া হয়েছে। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান জানান, ঘটনা যেহেতু রেললাইনের পাশে, তাই রেলওয়ে জিআরপি থানা লাশ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে এটি হত্যা নাকি ট্রেনে কাটা পড়ে নিহত সেটি এখনও জানা যায়নি।