৪১৯ যাত্রী নিয়ে সৌদির উদ্দেশে ঢাকা ছাড়ল প্রথম হজ ফ্লাইট

৪১৯ যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে এ বছরের প্রথম হজ ফ্লাইট।

আজ শনিবার সকাল পৌনে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১০১১ ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায়। বিমানবন্দরে বিদায় জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল এবং ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকা ছাড়ার কিছু সময় পরই সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট রওনা দিয়েছে। এ ছাড়া আজও আরও কয়েটি ফ্লাইট হজ যাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালনে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজ পালনে সৌদি আরব যাবেন।