মেলায় সবার নজর যেসব ফোনে


স্মার্টফোন ও ট্যাব মেলায় এরই মধ্যে মোড়ক খুলেছে বিভিন্ন ব্র্যান্ডের বেশ কয়েকটি নতুন মডেল। দুয়েক মাসের মধ্যে বাজারে আসা মডেলগুলোও বিক্রি হচ্ছে বেশ। মেলা ঘুরে জানাচ্ছেন ইমরান হোসেন মিলন

স্যামসাং

যেকোনো মডেলের স্মার্টফোনে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে স্যামসাং। পাশাপাশি স্যামসাংয়ের নবীনতম মডেল ‘গ্যালাক্সি জে৮’ বাজারদরের চেয়ে এক হাজার টাকা কমে অগ্রিম বুকিংও নেওয়া হচ্ছে। তাই এই প্যাভিলিয়নে ক্রেতাদের বেশ ভিড়।

জে৮-এর আগের বাজারে আসা ‘গ্যালাক্সি এ৬ প্লাস’ এবং ‘গ্যালাক্সি জে৬’ বিক্রি করছে স্যামসাং। ৫ দশমিক ৬ ইঞ্চির ‘গ্যালাক্সি এ৬ প্লাস’ মডেলটির রয়েছে আলাদা দুটি সংস্করণ। একটিতে তিন গিগাবাইট র‌্যামসহ ৩২ গিগাবাইট রম। অপরটিতে চার গিগাবাইট র‌্যামসহ রম ৬৪ গিগাবাইট। দুটি সংস্করণেরই পেছনে রয়েছে ৫ ও ১৬ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। সামনের ক্যামেরা ফ্ল্যাশসহ ২৪ মেগাপিক্সেলের। দীর্ঘ সময় ব্যবহারের জন্য রয়েছে ৩৫০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি।

‘গ্যালাক্সি জে৬’ মডেলটিও স্যামসাংয়ের সম্প্রতি উন্মোচন হওয়া হ্যান্ডসেট। অক্টাকোর ১.৬ গিগাহার্জ কর্টেক্স প্রসেসরে চলা স্মার্টফোনটির সামনে-পেছনে রয়েছে যথাক্রমে আট এবং ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। এটিও তিন গিগাবাইট র‌্যামসহ ৩২ গিগাবাইট রম এবং চার গিগাবাইট র‌্যাম ও ৬৪ গিগাবাইট রম সুবিধার আলাদা সংস্করণে পাওয়া যাচ্ছে। ব্যাটারি ব্যাকআপ দিতে রয়েছে ৩০০০ এমএএইচ শক্তির ব্যাটারি।

সিম্ফনি

নতুন স্মার্টফোন ‘জেড১০’ নিয়ে মেলায় হাজির হয়েছে সিম্ফনি। দেশীয় ব্র্যান্ডের স্মার্টফোনটি চলে অ্যানড্রয়েড নুগাট ৭.১.২ অপারেটিং সিস্টেমে। ৫.৭ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লের স্মার্টফোনটিতে রয়েছে ১.৪ গিগাহার্জ গতির স্ন্যাপড্রাগন ৪২৫ কোয়াড কোর প্রসেসর, ৩ গিগাবাইট র‌্যাম, সামনে-পেছনে ১৬ ও ১৩ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা এবং ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। চাইলে মেমোরি কার্ডের মাধ্যমে ধারণক্ষমতা বাড়ানো যাবে ১২৮ গিগাবাইট পর্যন্ত। ডিভাইসটির রেজল্যুশনও বেশ ভালো—এইচডি প্লাস বা ১৪৪০ বাই ৭২০পি এবং অ্যাসপ্যাক্ট রেশিও ১৮ বাই ৯।

দাম পড়বে ১৫ হাজার ৯৯০ টাকা।

টেকনো

২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সঙ্গে ১৬ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরাসহ ‘ক্যামন এক্স’ মডেলের স্মার্টফোন এনেছে টেকনো মোবাইল। মেলায় নতুন স্মার্টফোনটিকে ঘিরেই বেশি প্রচারণা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। ২.০ গিগাহার্জ অক্টাকোর প্রসেসরের স্মার্টফোনটিতে রয়েছে ৩ গিগাবাইট র‌্যাম ও ৩২ গিগাবাইট ইন্টারন্যাল মেমোরি। চাইলে মেমোরি আরো বাড়ানো যাবে। দীর্ঘ ব্যাকআপ দিতে রয়েছে ৩৭৫০ এমএএইচ ব্যাটারি। ৬.০ ইঞ্চি ফুল এইচডি ইনফিনিটি (১৮ বাই ৯) ডিসপ্লের সঙ্গে যুক্ত ২.৫ডি গ্লাসটি ডিসপ্লে গার্ড হিসেবে কাজ করে।

হুয়াওয়ে

এপ্রিলে দেশের বাজারে আসা ‘নোভা থ্রিই’ হুয়াওয়ের সর্বশেষ হ্যান্ডসেট। আর তাই এটিকেই মেলায় সবচেয়ে বেশি জোর দিচ্ছে হুয়াওয়ে। হালনাগাদ প্রযুক্তির স্মার্টফোনটির অ্যাস্পেক্ট রেশিও ১৯ বাই ৯। এতে আছে ৫ দশমিক ৮৪ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিন। ব্যবহার করা হয়েছে হুয়াওয়ে ফুলভিউ ডিসপ্লে ২.০। সামনে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরাসহ পেছনে রয়েছে ১৬ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। রয়েছে চার গিগাবাইট ও ৬৪ গিগাবাইট মেমোরি, যা ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। ব্যাটারি ৩০০০ মিলি অ্যাম্পিয়ারের।

ভিভো

‘ভিভো ভি৯’ স্মার্টফোনের ঘোষণা দেওয়া হয়েছিল চলতি বছরের মার্চ মাসে। তার পর থেকেই অপেক্ষা। আর তাই মেলায় প্রথমবারের মতো অংশ নিয়েই নিজেদের তৈরি সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি প্রদর্শন করছে ভিভো। ৬ দশমিক ৩ ইঞ্চির স্মার্টফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ২.২ গিগাহার্জ অক্টাকোর কর্টেক্স ২৫৩ প্রসেসর, ৪ গিগাবাইট র‌্যাম এবং ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। পেছনে ৫ ও ১৬ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরার স্মার্টফোনটির সামনে রয়েছে ২৪ মেগাপিক্সেল ক্যামেরা। ফিঙ্গারপ্রিন্ট সুবিধার স্মার্টফোনটিতে আরো রয়েছে ৩২৬০ মিলি অ্যাম্পয়ারের ব্যাটারি। গত মাসে বাজারে আসা ‘ওয়াই৮১’ মডেলের স্মার্টফোনও প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি। অ্যানড্রয়েড ওরিও মিডিয়াটেক হেলিও পি২২ অক্টাকোর ২.০ গিগাহার্জ কর্টেক্স প্রসেসরে চলা স্মার্টফোনটিতে রয়েছে সামনে ৫ ও পেছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ৩২৬০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, ৩ গিগাবাইট র‌্যাম এবং ৩২ গিগাবাইট রম সুবিধা, যা ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়।

অপো

এফ সিরিজের নতুন সংস্করণ এফ৭ দেশের বাজারে বিক্রি শুরু হয়েছে গত এপ্রিল থেকে। এটিই অপোর সর্বশেষ ফ্ল্যাগশিপ ডিভাইস। আর তাই স্মার্টফোনটি নিয়ে এবার মেলা মাতাচ্ছে প্রতিষ্ঠানটি। সামনে-পেছনে ২৫ ও ১৬ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরার স্মার্টফোনটিতে রয়েছে ৬ দশমিক ২৩ ইঞ্চি স্ক্রিন, ৪ গিগাবাইট র‌্যাম ও ৬৪ গিগাবাইট মেমোরি।

৩২০০ এমএএইচ ব্যাটারি সুবিধার স্মার্টফোনটির রেজল্যুশন ২২৮০ বাই ১০৪০ পিক্সেল এবং অ্যাস্পেক্ট রেশিও ১৯ বাই ৯। সোলার রেড, মুনলাইট সিলভার, ডায়মন্ড রঙে বাজারে আসা স্মার্টফোনটি ৬ গিগাবাইট র‌্যাম ও ১২৮ গিগাবাইট মেমোরি সুবিধার আলাদা সংস্করণেও পাওয়া যাবে।

নকিয়া

নকিয়া বাজারে আসা তাদের বেশ কিছু হ্যান্ডসেট নিয়েই মেলায় অংশ নিয়েছে। নকিয়া ১ থেকে শুরু করে ৬ এবং ৬.১ মডেলও রয়েছে এর মধ্যে। মেলায় নকিয়া ৩.১ মডেলের হ্যান্ডসেটের অগ্রিম নিবন্ধনও শুরু হয়েছে। মিডিয়াটেক এমটি৬৭৫০ অক্টাকোর প্রসেসরে চলা স্মার্টফোনটিতে রয়েছে ৩ গিগাবাইট পর্যন্ত র‌্যাম, ৩২ গিগাবাইট ধারণক্ষমতা, ১৪৪০ বাই ৭২০ পিক্সেল রেজল্যুশন, ২৯৯০ এমএএইচ ক্ষমতার ব্যাটারিসহ সামনে-পেছনে ৮ ও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।–কালের কন্ঠ