বাংলাদেশে চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতির জন্য শিল্পী সংকটকে দায়ী করে থাকেন অনেকে। এই সংকট নিরসনে আবারও ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতাটি চালু করা হবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির তরফ থেকে। আগামী ১৪ জুলাই বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করবে পরিচালক সমিতি। চলতি মাসের ২৮ তারিখ থেকে শুরু হবে ‘নতুন মুখের সন্ধানে’। নায়ক-নায়িকাসহ সব চরিত্রের জন্য অভিনয়শিল্পী বাছাই করা হবে বলে জানিয়েছেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।
বদিউল আলম খোকন এনটিভি অনলাইনকে বলেন, “আমরা এরই মধ্যে সবকিছু চূড়ান্ত করেছি। আগামী ২৮ তারিখ থেকে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতা চালু করছি। এই বিষয়ে আগামী ১৪ তারিখ ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বেলা ১১টায়। সেখানে আমরা বিষয়টি নিয়ে বিস্তারিত জানাব।’
নায়ক-নায়িকাসহ সব চরিত্রে শিল্পী নেওয়া হবে জানিয়ে খোকন বলেন, ‘আমাদের এখন শিল্পীর সংকট রয়েছে। গল্প চিন্তা করতে গেলে কাকে দিয়ে অভিনয় করাব, সেই চরিত্র খুঁজে পাই না। ২৮ বছর ধরে আমাদের চলচ্চিত্রে শিল্পী নেওয়া হচ্ছে। আবার প্রবীণ অভিনেতারা একে একে চলে যাচ্ছেন। আমরা মনে করি, এ মুহূর্তে চলচ্চিত্রে নতুন মুখের অনেক বেশি প্রয়োজন। তাই আমরা চলতি মাসেই এ কার্যক্রম শুরু করছি। আমরা শুধু নায়ক নায়িকা বা খল অভিনেতা নয়, বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদি, কৌতুক অভিনেতাসহ সব চরিত্রেই শিল্পী নেব। বাংলাদেশের নাগরিক যে কেউ এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিটি থানা-জেলা থেকে আমাদের এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ থাকবে।’
মান্না, সোহেল চৌধুরী, দিতি, অমিত হাসান, আমিন খান, মিশা সওদাগরসহ জনপ্রিয় অনেক শিল্পী চলচ্চিত্রে এসেছেন ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার উদ্যোগে এর আগে ১৯৮৪, ১৯৮৮ ও ১৯৯০ সালে মোট তিনবার ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।