ঢুকতেই চোখে পড়বে চারদিকে ময়লার স্তুপ। পুরোটা জায়গা জুড়েই ছড়িয়ে-ছিটিয়ে আছে আবর্জনা। সেই আর্বজনের স্তুপ পরিণত হয়েছে ডাস্টবিনে। সীমানা প্রাচীরের লোহার রেলিং উধাও। সেই সঙ্গে ভেতরে গড়ে উঠছে ছিন্নমূলদের অস্থায়ী বসতি। তীব্র দুর্গন্ধে টেকা দায়। ডাস্টবিনের মতো বিভিন্ন জায়গায় ফেলে রাখা হয়েছে ময়লা-আবর্জনা।
ফার্মগেট এলাকার আনোয়ারা পার্কের চিত্র এটি। পার্কটির নাম আনোয়ারা হলেও সবার কাছে এটি পরিচিত ফার্মগেট পার্ক নামেই। পুরো পার্ক জুড়ে ছড়ানো-ছিটানো ময়লা। শুধু তাই নয়, ভ্যান, মালামালসহ নানা কিছু ছড়ানো-ছিটানো আছে এখানে। সিমেন্টের তৈরি বসার জায়গাগুলোতে ছিন্নমূল-ভবঘুরেরা আরামে ঘুমাচ্ছে। হকার ও ছিন্নমূল মানুষদের প্রায় দখলে পার্কটি।
শনিবার বেলা ১২টার আগেও এমন দৃশ্য ছিল পার্কটিতে। কিন্তু ১২টার দিকে হঠাৎ দৃশ্যপটের পরিবর্তন চোখে পড়ল। হকার, ছিন্নমূল মানুষের হঠাৎ ছুটাছুটি, আশপাশের যেসব দোকান থেকে যারা ময়লা ফেলতে এসেছিলেন, তারা সেখানে ময়লা না ফেলে দ্রুত ময়লা নিয়ে পালাচ্ছেন। এর কারণ হিসেবে দেখা গেল, এখানে দখলমুক্ত ও পরিচ্ছন্নতা অভিযানে এসেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।
জনদুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। পার্কটিতে অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম এ রাজ্জাক, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
অভিযান পরিচালনাকালে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) এস এম অজিয়র রহমান বলেন, ‘সব ধরনের জনদুর্ভোগ এড়াতে প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশে আমরা এই পার্কটিতে আজ অভিযান পরিচালনা করছি। পার্কটিতে ময়লা-আবর্জনা ফেলে অনেকেই পরিবেশ নোংরা করছিল, আমরা পরিচ্ছন্নতাকর্মী, গাড়িসহ এসে পার্কটির পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নিয়েছি।’
তিনি বলেন, ‘যারা এখানে আবর্জনা ফেলে, তাদের জরিমানা করা হচ্ছে। আমরা এখানে হকার, ছিন্নমূলদের উচ্ছেদ করে ময়লা-আবর্জনা পরিষ্কার করার মাধ্যমে সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করব। পার্কটির সার্বিক উন্নয়ন কাজের জন্য আমরা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রস্তুত আছি। তবে মেট্রোরেলের কাজের জন্য কিছু মালামাল এখানে রাখা হচ্ছে। এটা ফাঁকা না হওয়া পর্যন্ত আমরা পার্কটির উন্নয়ন কাজে হাত দিতে পারছি না। তবে সমস্ত ময়লা-আবর্জনা পরিষ্কারের মাধ্যমে পার্কটিতে সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে আজ থেকে কাজ শুরু করেছি আমরা।’
রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটে হাজারও গণপরিবহন, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, অফিসের নানা কর্মকাণ্ডে ক্লান্ত পথিক একটুখানি জিরিয়ে নিতে ছুটে আসেন ফার্মগেট পার্কে। কিন্তু পার্কটিতে এমন ময়লা-আবর্জনা থাকায় দীর্ঘ দিন ধরেই অভিযোগ জানিয়ে আসছিলেন পার্কটিতে আগতরা। এমতাবস্থায় অবস্থায় শনিবার পার্কটিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে ডিএনসিসি।