বগুড়ার শেরপুরের কয়েরখালী বাজারে অনেক পুরনো একটি বটগাছের সুরঙ্গ থেকে ৪৬টি জাইত সাপের বাচ্চা বের হয়েছে। পরে এলাকবাসী সাপের বাচ্চাগুলো মেরে ফেলে। এ ঘটনায় এলাকাবাসীর আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী বাজারের দক্ষিণ পাশে কালের সাক্ষী বহু পুরনো বটগাছে সৃষ্ট সুড়ঙ্গের ভিতরে পিঁপড়ার আনাগোনা দেখা যায়। পিঁপড়ার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সাপের বাচ্চাগুলো ক্রমান্বয়ে বাইরে বের হতে থাকে।
এ সময় ওই এলাকার নুরুল ইসলাম, আব্দুস সাত্তার, দুদু মিয়া, শাহ আলমসহ অনেকেই সাপ দেখতে পেয়ে তাদের মারতে শুরু করেন। একটা একটা করে বের হতে থাকে সাপের বাচ্চাগুলো। পরে গুনে দেখা যায় সেখানে প্রায় ৪৬টি সাপের বাচ্চা ছিল।
সবার ধারণা এখানে বাচ্চা সাপের বাবা-মা রয়েছে। এমন ঘটনায় এলাকাবাসীর মনে ভীতির সঞ্চার হয়েছে এবং সাপ নির্মূলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা।